প্রকাশিত হয়েছেঃ মার্চ ১১, ২০২২ সময়ঃ ৩:২১ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ১১ মার্চ।।

ময়মনসিংহের ভালুকায় প্রতারণার মাধ্যমে ফজলুল হক নামে এক মানসিক প্রতিবন্ধীর কোটি টাকা মূল্যের এক একর জমি লিখে নেয়ার প্রতিবাদে ও প্রতারকদের শাস্তির দাবিতে মানিববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার দুপুরে মুক্তিযোদ্ধা কমান্ড ভালুকার আয়োজনে উপজেলার হবিরবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, উপজেলার পাড়াগাঁও গ্রামের পল্লী চিকিৎসক মুক্তিযোদ্ধা শহিদুল্যাহর ছেলে মানসিক প্রতিবন্ধী ফজলুল হককে বিয়ের কথা বলে দলিলে স্বাক্ষর নিয়ে কোটি টাকা মূল্যের এক একর জমি রেজিস্ট্রি করে নেন স্থানীয় প্রতারক মুরাদ হোসেন বিপ্লব। এ সময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আফসার খান, গাজী লাল মাহমুদ সরকার, মানসিক প্রতিবন্ধী ফজলুল হকের মা ফুলজান বেগম, ভাই আজিজুল হক, মুক্তিযোদ্ধা সন্তান মনিরুজ্জামান, মাহমুদা আক্তার মুন্নি, নজিবুল হাসান নেভী, শারমিন খানম লামিয়া প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com