প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২২, ২০২২ সময়ঃ ৬:০০ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ চরাঞ্চলের সেন্টাল স্কুল এন্ড কলেজ এর ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী সাইফুল হত্যা কান্ডে জড়িতদের ফাঁসির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। উক্ত মানববন্ধন ও বিক্ষোভে নিহত সাইফুল এর মা” রহিমা খাতুন, বাবা, ভাই আত্মীয় স্বজন এবং ময়মনসিংহ সেন্টাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা ও শত শত এলাকাবাসী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৭মাস হলো এ মামলায় অবশিষ্ট আসামিদের নাম এখনো মামলার কাগজে যুক্ত করা হয়নি।
মামলার প্রধান আসামি হলেন খুনি নজরুল, তানভির, সাব্বির, লিটন, ফয়জল, আলাল, জামাল, সুমন, কাইয়ুম। বাকি আসামি মর্জিনা নাছিমা, রুমেলা নাম চার্জশিটে নেওয়ার জন্য জোড় দাবি জানান মামলার সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।
এ ছাড়াও বাকী আসামীদের নাম চার্জশিটে উল্লেখ করে প্রশাসনের কাছে দাবী জানান দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা হয়।
সময় বক্তব্য রাখেন নিহত সাইফুল এর মা মোছাঃরহিমা খাতুন, ছাত্র দেলোয়ার হোসেন,ও ছাত্রি লিপা খাতুন, সর্ণা খাতুন প্রমুখ। মানববন্ধন শেষে তারা বিচারের দাবীতে বিক্ষোভ করেন।
জানা গেছে, গত ১০ জুলাই ২০২১ তারিখ শনিবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্কুল ছাত্র সাইফুল ইসলাম উপর ১০/১২ জন নজরুল ইসলাম গং হামলা করে। হামলায় সাইফুল গুরুতর আহত হয়, পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেন।
এদিকে ১৪ জুলাই ২০২১ নিহত সাইফুল ইসলাম এর মা, রহিমা খাতুন বাদী হয়ে ময়মনসিংহ কোর্টে মামলা করে।
মোট পড়া হয়েছে: ৫০৮
সর্বশেষ খবর
- ময়মনসিংহে ডিভোর্সি স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে তিন শিক্ষার্থী নিখোঁজ, এক ছাত্রীর লাশ উদ্ধার
- গফরগাঁওয়ে পাঁচবাগে বিএনপির দুই নেতার কবর জিয়ারত করলেন এ্যাড. আল ফাতাহ্ খান
- তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত ১, আহত ৩
- ভালুকায় জবরদখলীয় বনভূমি উদ্ধার, আটক ৫
পূরনো খবর

শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |