প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ৯, ২০২২ সময়ঃ ৮:২৮ অপরাহ্ণ

Spread the love

স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৯ ফেব্রুয়ারীঃ
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত গ্লোরী ডায়িং ফ্যাক্টরীতে বেতন বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। ৯ ফেব্রুয়ারী বিকেল থেকে সন্ধা রাত সারে ৭ টা পর্যন্ত ফ্যাক্টরীর ভেতর এই কর্মসূচি পালন করা হয়। পরে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে মিল কর্তৃপক্ষের সাথে কথা বলে দাবির বিষয়ে আস্বাস দিলে শ্রমিকরা শান্ত হন। আন্দোলরত শ্রিকরা জানান, তারা ওই ফ্যাক্টরীতে চারটি সেকশনে প্রায় ৬ হাজার নারী পুরুষ কাজ করছেন। শ্রমিকরা অভিযোগ করে বলেন, প্রতি মাসের ৭ তারিখে তাদের বেতন দেয়ার কথা কিন্তু ৯ তারিখ চলে গেলেও তারা বেতন পাচ্ছেন না। তাছাড়া, বোনাস, অভারটাইম থেকে বঞ্চিত করা হচ্ছে। এমনকি শারীরিক সমস্যা দেখা দিলে ছুটি পাওয়া যায়না, ছুটি চাইলে গালাগাল করা হয়।
ফ্যাক্টরীর জেনারেল ম্যানেজার (জিএম) প্রিতেস শাহা জানান, শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে আলোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com