প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২, ২০২২ সময়ঃ ২:৪০ অপরাহ্ণ

Spread the love

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরাগাঁও উপজেলার লংগাইর গ্রামে আজ বুধবার (২ ফেব্রæয়ারি) সকালে রাস্তা পার হতে গিয়ে টমটমের নিচে চাপা পড়ে আনিশা (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আনিশা ওই এলাকার প্রবাসী মোহাম্মদ আলামিনের মেয়ে ও স্থানীয় মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আনিশা সকালে রাস্তা পার হতে গিয়ে টমটমের নিচে চাপা পরে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, নিহত আনিশা বাবা-মা’র একমাত্র সন্তান। তার মৃত্যুতে গোটা এলাকাবাসী শোকাহত।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com