প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৫, ২০২২ সময়ঃ ৭:১৪ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলার নান্দাইলে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোশারফ হোসেন (২৪) নামে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়। এই ঘটনায় সম্পৃক্ততা থাকায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার নান্দাইল উপজেলার মো. শাহ জালাল সিকদার (২৫), মো.শান্ত মণ্ডল (২০), মো. আশরাফুল ইসলাম ওরফে মানিক (২৫), মো. মনির উদ্দিন (২৬)।
সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম) রায়হানুল ইসলাম। তিনি জানান, প্রতিদিনের ন্যায় অটোরিকশা চালক মোশারফ হোসেন  ২ নভেম্বর ভাড়ায় যাত্রী বহনের জন্য নিজ বাড়ী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন দক্ষিন গোবিন্দপুর গ্রাম হইতে বাহির হয়ে রাত অনুমান ৮ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন বটতলা বাজারে অটোষ্ট্যান্ডে অবস্থান করে। এসময় অচেনা ৪ জন যাত্রী এসে তাকে রোগী বহনের জন্য ৩০০ টাকায় ভাড়া করে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন দক্ষিন জাহাঙ্গীরপুর গ্রামের সোরাটি বাজারের নিকট আসিয়া মোশারফ হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে অনুমান রাত সাড়ে নয়টায় অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাস্থলের ১০ থেকে ১২ কিলোমিটার দূরে আব্দুল্লাহপুর হইতে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করা হয়। ৫ নভেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নান্দাইল থানার  মামলা নং-০৬,রুজু করা হয়।
মামলার তদন্তভার ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার  এর উপর ন্যাস্ত হয়। জেলা গোয়েন্দা শাখা মামলার রহস্য উদঘাটন, আসামি সনাক্ত ও গ্রেফতারের জন্য ধারাবাহিক অভিযান পরিচালনা করে। ২৪ জানুয়ারি রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন জাহাঙ্গীরপুর ও গাজীপুর মাওনা চৌরাস্তা এলাকা হইতে আসামিদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com