প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৬, ২০২৬ সময়ঃ ৩:০৮ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ‘Accreditation in Higher Education: Documentation and Readiness’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬ ) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) এর উদ্যোগে ফিশারিজ অনুষদের কনফারেন্স রুমে সকাল ১০টায় এই কর্মশালার আয়োজন করা হয়।
আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং কৃষি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মাসুম আহমদ। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: শাহেদ রেজা। পর্যালোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, প্রফেসর ড. মো: হারুনুর রশীদ ও ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। পরে সকল অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রের অনুপাত, ক্লাস অ্যাভেইলিবিলিটি, ক্লাসের ল্যাবরেটরি ফ্যাসিলিটি, স্টাফদের কর্মদক্ষতা—সবকিছু মিলিয়ে একত্রিতভাবে, কিউমুলেটিভভাবে (Cumulatively) ওই প্যারামিটারটা পূর্ণ করে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা এবং কোর্স কারিকুলাম এই মুহূর্তে আগের চাইতে অনেক আপডেট ইত্যাদি তথ্যাবলী আলোচনায় ওঠে আসে। উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখা এবং বৈশ্বিক মানদণ্ডে স্বীকৃত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ৩০জন শিক্ষক অংশগ্রহণ করেন।

