প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৫, ২০২৬ সময়ঃ ১১:০৬ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এরই অংশ হিসেবে গতকাল রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই প্রতিপক্ষরা একই এলাকায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থীর অফিস ও সতন্ত্র প্রার্থী সর্মথীত ছাত্রদল নেতা আদি খান শাকিলের অফিস ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। অপরদিকে একই দিন বিকেলে স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিতে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারে প্রচারপত্র বিতরণকালে প্রতিপক্ষের হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাছাড়া, একই দিন সকালে উপজেলা হবিরবাড়ি এলাকায় গণভোট নিয়ে প্রতিপক্ষের হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছে। এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে বাটাজোর বাজারে একাধিক মোটরসাইকেল ও অটো ভাংচুরের ঘটনা ঘটেছে। হবিরবাড়ির ঘটনায় সাত জনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় অভিযোগ করা হয়েছে। ভালুকা সদরে নির্বাচনি সহিংস ঘটনায় রোববার রাত পৌনে আটটা পর্যন্ত ১২জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মাঝে ৪-৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নির্বাচন বিষয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখা শ্রমিকদলের নেতাদের নিয়ে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা বিএনপি আফিসে কথা বলছিলেন উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ। এ সময় একদল হামলাকারী ওই অফিসে অবস্থানকারী নেতৃবৃন্দের উপর হামলা চালিয়ে আসবাবপত্র, মোটরসাইকেল ভাংচুর করে। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্বতন্ত্র অফিস ভাংচুর করে এবং স্বতন্ত্র প্রার্থী সমর্থিত ছাত্রদল নেতা আদি খানের অফিস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষরা। এসব ঘটনায় বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকগণ এক পক্ষ অপর পক্ষকে দায়ি করছে। অপদিকে, একই দিন বিকেলে স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিতে উপজেলা বাটাজোর বাজারে প্রচারপত্র বিতরণকালে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায়। স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা উপজেলার হবিরবাড়ি ও ভরাডোবা এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। নির্বাচনী উত্তেজনার জেরে মিছিল পাল্টা মিছিল হয়েছে। এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার বাটাজোর বাজারের একটি দোকানে বসে কথা বলার সময় প্রতিপক্ষরা হামলা চালিয়ে একাধিক মোটরসাইকেল ও সিএনজি ভাংচুর করে। এ ঘটনার জন্যে ধানের শীষ প্রতীকের পক্ষকে দায়ি করা হয়েছে। তাছাড়া, উপজেলার দক্ষিণ হবিরবাড়ি এলাকায় গণভোট নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে।
ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, ভালুকা সদরে নির্বাচনি সহিংস ঘটনায় রোববার রাত আটটা পর্যন্ত ১২ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মাঝে ৪-৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ মুর্শেদ আলম সংবাদ মাধ্যমকে জানান, প্রতীক পাওয়ার পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় তার প্রচারকর্মীদের উপর হামলা করে নেতা-কর্মীদের আহত করা হচ্ছে। এসব বিষয়ে অভিযোগ করা হলেও প্রশাসন কোন ভূমিকা নিচ্ছে না।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু জানান, ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকেরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। রোববার সন্ধ্যায় হামলা চালিয়ে বিএনপি অফিস ভাঙচুর করে তাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com