প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২২, ২০২৬ সময়ঃ ৫:৩৩ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ মোর্শেদ আলম প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তবাদী দলের (বিএনপি) কেন্দ্রিয় কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির দলীয় নীতি, আদর্শ ও শৃংখলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে বহিস্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

