প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২১, ২০২৬ সময়ঃ ৬:২৩ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় জাহানারা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব বোর্ড বাজার এলাকার মৃত আনসারুলের স্ত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ জানুয়ারি) বিকেল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরসভার থানামোড় এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাহানারা আক্তার ইসলামি ব্যাংকে এসেছিলেন টাকা উত্তোলন করার জন্য। ব্যাংকের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের থানার মোড় এলাকায় রাস্তা পারাপারের চেষ্টা করেছিলেন। এ সময় দ্রুতগতির অজ্ঞাত মিনি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা আহত ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী এক নারী নিহত হয়েছেন। নিহতের লাশ হাইওয়ে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com