প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৮, ২০২৬ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘হ্যাঁ’ ভোট ক্যাম্পেইন করেছেন ময়মনসিংহ-১০ গফরগাঁও-পাগলা আসনের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
গত শনিবার (১৭ জানুয়ারী) দিনব্যাপী গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে ‘হ্যাঁ’ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, “গণভোটে যদি ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়, তাহলে এ দেশে আর কোনো ফ্যাসিস্ট সরকারের পুনরুত্থান ঘটতে পারবে না। দেশের শ্রমিক, মেহনতি মানুষ ও সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণই পারে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ উপহার দিতে।”
তিনি সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে সচেতনভাবে দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
দেশ গড়ার এই গুরুত্বপূর্ণ সময়ে উপজেলায়
বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও উপস্থিতিতে প্রচারণা কার্যক্রম ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক।
এসময় উপজেলা, পৌর, পাগলা থানা ও ইউনিয়ন পর্যায়ে জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

