প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৮, ২০২৬ সময়ঃ ৪:৪৩ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

সমাজসেবা অধিদফতর আওতাধীন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান নিবাসীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শম্ভুগন্জ সরকারি শিশু পরিবার (বালক) মাঠে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথি সরকারি শিশু পরিবার নিবাসীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই আনন্দঘন সময়ে আমি অংশীদার হতে পেরে খুব আনন্দিত। একই সাথে আমি তোমাদের অভিভাবক হয়ে থাকতে চাই। তিনি আরো বলেন, ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়ার ক্ষেত্রেও তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তোমাদের জন্য যে সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে সেই সুযোগ তোমাদের কাজে লাগাতে হবে। আমি আশা করি জাতীয় পর্যায়েও তোমরা এ বিভাগের জন্য গৌরব বয়ে আনবে।

বিশেষ অতিথি বলেন , ক্রীড়া ও সংস্কৃতি আমাদের হৃদয়কে সমৃদ্ধ করে। তোমাদের এই নান্দনিক উপস্থাপনা ও শৃঙ্খলা চোখে পড়ার মত। আমরা চাই তোমরা তোমাদের এই সুপ্ত প্রতিবার চূড়ান্ত বিকাশ করবে। যাতে করে তোমরা আমাদের দেশের সম্পদে রূপান্তরিত হতে পারো।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com