প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৭, ২০২৬ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকার কংশেরকুল দরবার শরীফের বার্ষিক বড় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৭ জানুয়ারী) বাদ যোহর দোয়াটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন। তিনি বলেন, বাংলাদেশ কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট ইসলামি দল দ্বারা গঠিত শক্তিশালী রাষ্ট্র হয়নি। এ দেশের জমিনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন আল্লাহর ওলিরা। এই দেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। এখানে অসংখ্য আল্লাহর ওলি রয়েছেন, যাদের সম্পর্কে আমরা অনেকেই জানি না। তিনি আরো বলেন, দেশে বিপুল সম্পদ থাকা সত্ত্বেও বর্তমানে গভীর অর্থনৈতিক সংকট বিরাজ করছে। কিছু উগ্রপন্থী গোষ্ঠী মানুষের শান্তি নষ্ট করছে। তারা মাজার ভাঙচুর করছে, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়ে সমাজে অশান্তি সৃষ্টি করছে।
বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে ইসলামী মূল্যবোধ ও চেতনা অক্ষুন্ন রেখে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর জন্য প্রয়োজন সঠিক ও সকলের কাছে গ্রহণযোগ্য নেতা। এমন নেতা দরকার যার পেছনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। এ এম এম বাহাউদ্দীন আরো বলেন, এলাকার উন্নয়ন ও দেশ পরিচালনার জন্য একটি শক্তিশালী সরকার অপরিহার্য। এমন নেতৃত্ব তৈরি করতে হবে যারা সরকার গঠন করতে সক্ষম হবে। আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তার মনোনীত প্রার্থীদের সর্বাত্মকভাবে সহযোগিতা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমদ মোমতাজী। এ সময় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী মাওলানা মোস্তফা কামাল কাসেমী, গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুাৎ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহম্মেদ, অ্যাডভোকেট উসমান গণি মল্লিক মাখন ও নাছির উদ্দিন সরকার প্রমূখ। এসময় ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুর্শেদ আলমের পক্ষে দোয়া কামনা করা হয়।
বড় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এসফাকুর রহমান ও দোয়া পরিচালনা করেন, দরবারের গদিনশিন পীর মাওলানা আসাদুজ্জামান। দোয়া শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
পীরে কামেল মরহুম হযরত মাওলানা জাহেদুল হক (র.) ১৯১৪ সালে ভালুকা উপজেলার কংশেরকুল গ্রামে বাঙ্গালী সুন্নী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৭ সালে তিনি ৬৩ বছর বয়সে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তৎকালীন সময়ে হাকিমুল উম্মা আশরাফ আলী থানবী (র.) এর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন তিনি। পরবর্তীতে পীরে কামেল কেরামত আলী জৈনপুরী (র.) এর কাছ থেকে খেলাফত গ্রহণ করেন। এসময়ে তার সাথে খেলাফত গ্রহণ করেন, ময়মনসিংহ বড় মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম হযরত মাওলানা ফয়জুর রহমান (র.), তারাকান্দার পীরে কামেল হযরত মাওলানা আব্দুল হেলিম (র.) এবং পাঁচবাগী পীরে কামেল মরহুম হযরত মাওলানা শামছুল হুদা (র.)।
উল্লেখ্য, পীরে কামেল মরহুম হযরত মাওলানা জাহেদুল হক (র.) দেওবন্দ মাদরাসা থেকে তিনি যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে সুনাম অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ভারত থেকে নিজ গ্রাম কংশেরকুলে চলে আসেন। তৎকালীন ধর্ম সম্পর্কে অণগ্রসর ও অজ্ঞ নিজ গ্রাম থেকে শুরু করে পার্শ¦বর্তী গ্রাম, উপজেলা এবং জেলা পর্যায়ে তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। পরবর্তীতে বিভিন্ন এলাকা থেকে লোকজন উনার কাছে আসতেন ইসলামের জ্ঞান অর্জনের জন্য। উনার দুই ছেলের মধ্যে মরহুম হযরত মাওলানা মোস্তফা কামাল (র.) ছিলেন, একজন আপোষহীন ধর্ম প্রচারক। সারাবছর তিনি বিভিন্ন একলাকায় ঘুরে মানুষদের কালেমার দাওয়াত দিতেন। অপরজন মরহুম হযরত মাওলানা আবু বকর ছিদ্দিক (র.) পিতার ইন্তেকালের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত মরহুম হযরত মাওলানা জাহেদুল হক (র.) প্রতিষ্ঠিত কংশেরকুল দরবার শরীফের ইমাম ও খতিব ছিলেন। মরহুম হযরত মাওলানা জাহেদুল (র.) তার জীবদশায় ছেলেদেরকে নিয়ে প্রতি তিন বছর পর পর বিশাল এক মকবুলে মোনাজাতের আয়োজন করতেন যা ’বড় দোয়া’ নামে পরিচিত।
আরো উল্লেখ্য যে, মাওলানা জাহেদুল হক (র.) কংশেরকুল দরবার শরীফের মসজিদটি ১৯২৮ সালে প্রতিষ্ঠা করেন এবং ১৯৩০ সাল থেকে ৩ বছর পর পর মসজিদ প্রঙ্গণে বড় দোয়া অনুষ্ঠিত হয়ে আসছে। যুগ যুগ ধরে এই ‘বড় দোয়ায়’ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ বাদ যোহর ‘বড় দোয়ার’ আয়োজন করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com