প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৭, ২০২৬ সময়ঃ ৫:১৭ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহে অভিযান চালিয়ে বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃত মুসা (৪৪), শরীয়তপুর জেলার বাসিন্দা। এ সময় আরেক মাদক কারবারি মো নাঈম (৫০) কৌশলে পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার সহ ৮৩ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ জব্দ করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তি র্যাব জনায়, শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় টহল ডিউটি করাকালীন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কেওয়াটখালী পোল্ট্রির মোড়স্থ কনস্ট্রাকশন মাল রাখার জায়াগায় প্রাইভেটকার সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে এগিয়ে গেলে র্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি মোঃ মুসা কে আটক করে এবং সহযোগি পলাতক মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।কারবারিকে জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারে অবৈধ বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য ও দেখানো মতে প্রাইভেটকার হতে ৮৩ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ, বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও ১ টি মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ বিদেশি মদ এর আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৩০ হাজার টাকা।
ধৃত মাদকাকারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় আলমতসহ মাদককারবারিকে হস্তান্তর করা হয়েছে।

