প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৪, ২০২৬ সময়ঃ ৬:১২ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

রোববার (৪ জানুয়ারি) বেলা ২ টায় তারাকান্দা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারাকান্দা এবং ফুলপুরে কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ এর মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ মতবিনিময় সভায় সংসদীয় আসন-১৪৭ ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার বলেন, সাংবাদিক ভাইয়েরা সবসময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আমরা সাংবাদিকের অধিকার আদায়ে রাজপথে সোচ্চার ছিলাম। যেমনি ভাবে রাজপথে ভোটের অধিকার আদায়ের সোচ্চার ছিলাম। ফ্যাসিবাদী সরকারের অধীনে যে সকল সাংবাদিকবার শহীদ হয়েছে, আহত অপূর্ব হয়েছে, সে সকল সাংবাদিক ভাইদের প্রতি সমবেদনা জানাই। আমি বিশ্বাস করি একজন সাংবাদিকের কলম সবসময় নিরপেক্ষভাবে কাজ করবে। আমি কখনো বলবো না আপনারা কারো পক্ষ নিয়ে কাজ করেন। আমি বলব আপনারা সব সময় নিরপেক্ষভাবে কাজ করবেন।
প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মিলনের সভাপতিত্বে তারাকান্দা এবং ফুলপুর উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহে প্রেসক্লাব যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার সম্পাদক আবু সালেহ মোঃ মূসা। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার দৈনিক যুগান্তর প্রতিনিধি নাজিম উদ্দিন, তারাকান্দা উপজেলার মানবজমিন প্রতিনিধি রফিক বিশ্বাস, ইনকিলাব পত্রিকার প্রতিনিধি ফজলে এলাহি ঢালী, ইত্তেফাক প্রতিনিধি বায়োজিদ লিটন, দৈনিক আমার সময় এর মোঃ জাকির হোসেন,কাল বেলার রাসেল আহমেদ প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com