প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৫, ২০২৬ সময়ঃ ২:০০ অপরাহ্ণ

Spread the love

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দায় গত ২৪ ঘন্টার ব্যবধানে ২ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি হলো, উপজেলার কামারগাঁও ইউনিয়নের রায়জান গ্রামের জালাল উদ্দিনের পুত্র জীবন মিয়া (৩৫) এবং বিসকা ইউনিয়নের ঘিটুয়ারী পূর্বপাড়া এলাকায় আবুল বাশারের পুত্র আব্দুল সাত্তার (৫০)।

সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে তারাকান্দা থানাধীন ১০ নম্বর বিসকা ইউনিয়নের ঘিটুয়ারী পূর্বপাড়া এলাকায় নিহতের প্রতিবেশী জনৈক নজরুল ইসলামের বাড়ির পাশ থেকে আব্দুল সাত্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, আব্দুল সাত্তার দীর্ঘদিন ধরে মাদকজাতীয় দ্রব্য সেবনে অভ্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে।

অপরদিকে গতকাল রোববার সকালে উপজেলার কামারগাঁও ইউনিয়নের রায়জান গ্রামে এক পুকুর থেকে ভাসমান অবস্থায় জীবন মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ জানান, বিসকা ইউনিয়নের মরদেহটি বাড়ীর পাশে রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে গাঁজা পাওয়া গেছে। এবং কামারগাও থেকে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে এ সময় তার মরদেহ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার খোলার সরজ্ঞামাদি পাওয়া গেছে। মরদেহ দুটি উদ্ধারের ব্যাপারে অনুসন্ধান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com