প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১১, ২০২৫ সময়ঃ ৯:০৫ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন।।
শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৩ ইটভাটাকে ৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ হতে শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় ৩ টি ইটভাটাকে ৯ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় অবৈধ ইটভাটায় কাঁচা ইট বিনষ্টসহ ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়।
সরকারের আইন অমান্য করে অবৈধ ইটভাটার যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

