প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৮, ২০২৫ সময়ঃ ৭:৫২ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহ-এর উদ্যোগে “প্রকল্প পরবর্তী পরিকল্পনা ও নির্ভয়া ক্লাব গঠন” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ময়মনসিংহ নগরীর কৃষ্টপুরে অনুষ্ঠিত হয়। প্রতিজ্ঞা যুব সংগঠনের নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিলি এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা। এসময় তিনি তাঁর বক্তৃতায় বলেন, নারী ও কিশোরীদের ক্ষমতায়ন, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশের জন্য নির্ভয়া ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড এর সাবেক মহিলা কাউন্সিলর খালেদা বেগম। এসময় তিনি বলেন,
সমাজে নারী অধিকার রক্ষায় তরুণদের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নির্ভয়া ক্লাব নিয়মিত কার্যক্রমের মাধ্যমে নিরাপদ সমাজ গঠনে অবদান রাখবে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার। তিনি বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। যুবদের নেতৃত্ব এই পরিবর্তনের মূল চাবিকাঠি।
অপরাজেয় বাংলাদেশ প্রোগ্রাম অফিসার শিমু ইসলাম। তিনি বলেন, শিশু ও নারীর সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি এনগেজমেন্ট অত্যন্ত প্রয়োজন—নির্ভয়া ক্লাব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিজ্ঞা যুব সংগঠন
সভাপতি, মো: মামুন মিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন,
এই ক্লাবের মাধ্যমে আমরা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবো, যেখানে নারী-শিশুর নিরাপত্তা, নেতৃত্ব, অধিকার ও ক্ষমতায়ন বিষয়গুলো গুরুত্ব পাবে। কমিউনিটির সবার সহযোগিতায় নির্ভয়া ক্লাব শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
প্রতিজ্ঞা যুব সংগঠন ময়মনসিংহ বিশ্বাস করে—নিরাপদ, সমতা ও অধিকারে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে তরুণদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
নির্ভয়া ক্লাব সেই লক্ষ্য পূরণের দিকে একটি সুন্দর ও শক্তিশালী পদক্ষেপ।

