প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২০, ২০২৫ সময়ঃ ৪:৫১ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর কোম্পানী, র্যাব-১৪ এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার মোঃ রাকিব মিয়া (৩৫) এবং নেত্রকোনা জেলার মোঃ মোজাম্মেল হক চকদার (৩৫)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা পৌনে ৬ টায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন বওলা বাজারের কুকড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করে। ধোবাউড়া থেকে ছেড়ে আসা একটি নীল রংয়ের পিকআপ চেকপোস্ট অতিক্রম করাকালে সিগনাল দিয়ে থামানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ মোজাম্মেল হক চকদার (৩৫),এবং মোঃ রাকিব মিয়া (২৬) কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপটি তল্লাশী করে ধানের বস্তার ভিতর ১২০ বোতল অবৈধ মাদক দ্রব্য বিদেশী মদ উদ্ধার পূর্বক ১৩০ কেজী ধান, ১ টি পিকআপ, ২টি মোবাইল ফোন জব্দ করে । উদ্ধারকৃত অবৈধ বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্যে ৬ লক্ষ টাকা।
র্যাব আরো বলেন, ধৃত মাদক কারবারি’দ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় আলামত সহ আসামী হস্তান্তর করা হয়েছে।

