প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৮, ২০২৫ সময়ঃ ৭:০৮ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২ বোতল বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র্যাব-১৪। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, শেরপুর নালিতাবাড়ী উপজেলার আব্দুস সালাম (৪০) এবং আব্দুল হালিম (৩৫)। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক্রাস বিজ্ঞপ্তিতে এর তথ্য জানায় র্যাব।
র্যাব জানান, সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় ময়মনসিংহ র্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে খালেক ফিলিং স্টেশন এর সামনে চেকপোস্ট বসায়। এ সময় হালুয়াঘাট থেকে ছেড়ে আসা একটি নীল ও হলুদ রঙের পিকআপে তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় ৭২ বোতল বিদেশী মদ জব্দ করে র্যাব। এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি আব্দুস সালাম ও আব্দুল হালিম অবৈধ মাদক থাকার কথা স্বীকার করে।
গ্রেফতার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পিকআপটি তল্লাশী করে ৭২ বোতল বিদেশী মদ, ২টি মোবাইল ফোন এবং একটি পিকআপ উদ্ধার পূর্বক জব্দ করে র্যাব। উদ্ধারকৃত অবৈধ বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্যে ৭ লক্ষ ২০ হাজার টাকা।
র্যাব জানায়, ধৃত মাদক কারবারি’দ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ময়মনসিংহ জেলার সদর থানায় আলামত সহ আসামী হস্তান্তর করা হয়েছে।

