প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৭, ২০২৫ সময়ঃ ৯:২১ অপরাহ্ণ
গাজীপুর থেকে প্রতিনিধি।।

মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করার অভিযোগে ব্যাপক সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইনে ২০২১ সালে দায়ের হওয়া এক মামলায় গাজীপুরের দুই সাংবাদিক বেকসুর খালাস পেয়েছেন। ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাঈদুর রহমান গাজী মঙ্গলবার (১৭ নভেম্বর) এ রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্তরা হলেন, দৈনিক নয়া দিগন্তের গাজীপুর মহানগর প্রতিনিধি মো. আজিজুল হক এবং দৈনিক যুগান্তরের গাছা থানা প্রতিনিধি এমআর নাসির।
রায় ঘোষণার পর সাংবাদিক আজিজুল হক বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো উপাদান ছিল না। তবুও দীর্ঘ পাঁচ বছর ধরে হয়রানিমূলক প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়েছে।” তিনি বর্তমান বিচার ব্যবস্থার স্বাধীনতায় সন্তুষ্টি প্রকাশ করেন।
সাংবাদিক এমআর নাসির বলেন, “আমরা ফেসবুকে এমন কোনো পোস্ট বা শেয়ার করিনি, যে কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা প্রযোজ্য হতে পারে। একজনের পোস্টে আমরা শালীন মন্তব্য করেছিলাম মাত্র।
মামলার বাদী সেখানে এসে আমাদের প্রতি আপত্তিকর মন্তব্য করেন, যার পরিপ্রেক্ষিতে আমরা যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া জানাই। সেই ঘটনাকে কেন্দ্র করে ছয় মাস পর উদ্দেশ্যমূলকভাবে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়। অথচ মামলার বাদী নিজেই ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন করে আমাদের বিরুদ্ধে আগেই মানহানিকর মন্তব্য করেছিলেন।”
আসামীপক্ষের আইনজীবী মো. আক্তারুজ্জামান সোহেল জানান, অভিযোগপত্রে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয় উপাদান ছিল না, তদন্তেও তা প্রতিষ্ঠিত হয়নি। তার ভাষায়, “এটি মূলত হয়রানিমূলক মামলা ছিল, যা আদালত ন্যায়সঙ্গতভাবে পর্যালোচনা করে খালাসের রায় দিয়েছেন।”
তিনি আরও বলেন, ভুক্তভোগী দুই সাংবাদিক চাইলে আইনগত প্রতিকার চেয়ে নতুন মামলা করতে পারেন—এ বিষয়ে তারা সহায়তা করতে প্রস্তুত।
#

