প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৭, ২০২৫ সময়ঃ ৯:০৫ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও তা আমলে নেয়া হয়নি। এমনকি গত পাঁচদিনেও পুলিশ অপহৃতাকে উদ্ধার করতে পারেনি বলে বাদির অভিযোগ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা উপজেলা কংশেরকুল গ্রামের মোহাম্মদ আলীর দশম শ্রেণীতে পড়ূয়া মেয়েকে একই গ্রামের রবি খার ছেলে শাকিল মিয়া স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাবসহ প্রায়ই উত্ত্যক্ত করে আসছিলো। গত ১২ নভেম্বর বুধবার সকালে একই গ্রামে অবস্থিত মামাতো ভাই মোঃ ধনু মিয়ার বসতবাড়িতে যাওয়ার পথে ওঁত পেতে থাকা অভিযুক্ত শাকিল মিয়া আজ্ঞাতনামা ২ জন যুবকের সহযোগীতায় ওই স্কুল ছাত্রীকে জোড়পূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে ঘটনারদিন রাতেই ওই স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু গত পাঁচদিনেও পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি বলে বাদির অভিযোগ।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুলতান জানান, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হবে।
মোট পড়া হয়েছে: ২৮