প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৬, ২০২৫ সময়ঃ ১১:৫৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ দেশ বিরোধী কর্মসূচি, যানবাহনে চোরাগুপ্ত হামলা অগ্নি সন্ত্রাস ও নিরীহ শ্রমিক হত্যার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের নির্দেশনায় গফরগাঁও পৌর শহরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন আহবায়ক আজহারুল ইসলাম পারভেজ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল জামতলা মোড় থেকে শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এসময় উমিছিলে উপজেলা শ্রমিকদল নেতা নুরুল আমিন খন্দকার, রফিক, হুমায়ুন, ডালি সহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিকদলের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ অংশ নেন । মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়।
######

