প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ১৬, ২০২৫ সময়ঃ ৭:০৩ অপরাহ্ণ

Spread the love

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মোস্তাফিজুর রহমান। রোববার (১৬ নভেম্বর) সন্ধায় ভালুকা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি পদত্যাগ পত্রের কপি সাংবাদিকদের হাতে তুলে দিয়ে তার বক্তব্য দেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান বলেন, তাকে না জানিয়েই এনসিপির উপজেলা কমিটির সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। তিনি ব্যক্তিগত কারনে এবং শারীরিক অসুস্থতার জন্য স্বেচ্ছায় ও সজ্ঞানে ওই পদ থেকে পদত্যাগ করে জেলা কমিটির কাছে পদত্যাগপত্র প্রেরণ করেছেন।
ভালুকা উপজেলা এনসিপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাষ্টার জানান, সদস্য সচিবের পদত্যাগের বিষয়ে তিনি জানেন না এবং কোন কপিও তিনি পান নি।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com