প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৩, ২০২৫ সময়ঃ ৬:৫৯ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাসের চাপায় ২ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার শসার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-তারাকান্দা উপজেলার পশ্চিম গোয়াতলা গ্রামের আমজাদ আলীর ছেলে শামসুল আলম তোফায়েল (৪৪) এবং আবুল হাসেমের ছেলে শাহজাহান (৪২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকামুখী যাচ্ছিলো পথিমধ্যে শসার বাজার এলাকায় একটি মোটরসাইকেল কে পেছন দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
এ বিষয়ে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। ধাক্কায় দুইজন ঘটনাস্থলেই মারা যান। বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

