প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৩, ২০২৫ সময়ঃ ৮:১১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলায় জেলা প্রশাসক মফিদুল আলম একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের সাথে একই বেঞ্চে বসে শিক্ষকের দেয়া শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ করেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গফরগাঁও উপজেলার ভারইল গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শ্রেণি কক্ষে শিশু শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করেন।
পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদান বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূইয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রাব্বানী সহ শিক্ষকবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ আলম ভূইয়া বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও শিশু শিক্ষার্থীরা জেলা প্রশাসককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পরে। তিনি খোলা মনে পাঠদান পর্যবেক্ষণ করেন ও পরামর্শ দেন।
######

