প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৯, ২০২৫ সময়ঃ ৫:১০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আল-ফাতাহ্ খানের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের নিজ বাড়ি থেকে দুই শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে রাওনা ইউনিয়নের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে রাওনা ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। এরপর বারবাড়িয়া ইউনিয়ন ও রসুলপুর ইউনিয়নে হাটবাজার ও সড়কের মোড়ে মোড়ে গভীর রাত পর্যন্ত ধানের শীষের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং সংক্ষিপ্ত পথসভা করেন।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. আল-ফাতাহ্ খান বলেন, “দেশে চলমান অরাজকতা বন্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। বিনা ভোটে কাউকে নির্বাচিত হতে দেওয়া হবে না—জনগণ যাকে ভোট দেবে, সেই হবে প্রকৃত জনপ্রতিনিধি।”
তিনি আরো বলেন, ‘ ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশের ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, শাহ শাহনেওয়াজ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ, পাগলা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা শ্রমিকদল নেতা শরীফ আহমেদ, পাগলা থানা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম কাজল, সদস্য রুবেল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীগণ।
#####

