প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৭, ২০২৫ সময়ঃ ১:১৩ পূর্বাহ্ণ
সারাদেশের সাথে একযোগে (১৬ অক্টোবর) ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অন্তর্গত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাশের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। ছাত্র পাশের হার ৪৬ দশমিক ৮৩ এবং ছাত্রী পাশের হার ৫৫ দশমিক ৭০ শতাংশ।
এ বছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় মোট ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৬০৭ জন এবং ছাত্রী ৪০ হাজার ২৪৮ জন। মোট পাশকৃত ৩৯ হাজার ৯৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১৬ হাজার ৬৭৬ জন ছাত্র এবং ২২ হাজার ৪২০ জন ছাত্রী পরীক্ষায় কৃতকার্য হয়েছে। ময়মনসিংহ শিক্ষাবোর্ডের আওতায় এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে সর্বমোট ২ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী; যার মধ্যে ছাত্র ১ হাজার ১১৭ জন এবং ছাত্রী ১ হাজার ৫৬৭ জন। ময়মনসিংহ শিক্ষাবোর্ডের মোট ১০৬টি কেন্দ্রের ৩০৬টি প্রতিষ্ঠানে এবছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবছর এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে বিজ্ঞান শাখায় পাশের হার ৭৬ দশমিক ৯০ শতাংশ, মানবিক শাখায় ৪৫ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা শাখায় পাশের হার ৪১ দশমিক ১২ শতাংশ। শিক্ষাবোর্ডের আওতায় জেলাভিত্তিক ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ জেলায় পাশের হার ৫৫ দশমিক ৪৬ শতাংশ, শেরপুর জেলায় ৪৮ দশমিক ৬৯ শতাংশ, জামালপুর জেলায় ৪৭ দশমিক ৪১ শতাংশ এবং নেত্রকোনা জেলায় ৪৭ দশমিক ৩৯ শতাংশ। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩টি এবং শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ থেকে পাওয়া সূত্র অনুযায়ী এসব তথ্য পাওয়া যায়।
সর্বশেষ খবর
- গফরগাঁওয়ে কন্যাশিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা
- গফরগাঁওয়ে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- গফরগাঁওয়ে বিভিন্ন দপ্তর ও প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
- ভালুকায় বিএনপি নেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিস্কার আদেশ প্রত্যাহার
- গফরগাঁওয়ে শিশু শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক

