প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৬, ২০২৫ সময়ঃ ৬:৩৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
” না করলে দুর্নীতি, হবে দেশের উন্নতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম. এহ্ছান এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ এর উপ-সহকারী পরিচালক মো. রেজওয়ান আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাখখারুল ইসলাম, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা খান, ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলা উদ্দিন, তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) নূরুন নাহার প্রমূখ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল বাসার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সংবাদকর্মীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন।
পরে আয়োজিত কুইজ প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
####

