প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৬, ২০২৫ সময়ঃ ২:০৬ অপরাহ্ণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর শিক্ষকবৃন্দের অনলাইন আয়কর রিটার্ন দাখিলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল(আইকিউএসি) এর তত্ত্বাবধানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ১৬ অক্টোবর , বৃহষ্পতিবার সকাল ১১ টায় সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে “ই-রিটার্ন সাবমিশন এন্ড স্মার্ট ট্যাক্স এডমিনিস্ট্রেশন ইন ডেভেলপিং ইকোনোমিস” শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার ও ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কর অঞ্চলের কর পরিদর্শক জিয়াউর রহমান এবং মো: আবু জিহাদ। আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদের জন্যে শুভ কামনা জানিয়ে বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যেন সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারে সে বিষয়টা হাতেকলমে দেখানো এবং শেখানোর জন্যেই আইকিউএসি’র তত্ত্বাবধানে আজকের এই আয়োজন। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের ট্যাক্স রিটার্ন নিজেকেই তৈরি করতে উৎসাহিত করে বলেন , যেহেতু সরকার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে তাই এই প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে, এই কর্মশালার মাধ্যমে শিক্ষকবৃন্দ উপকৃত হবেন।
উল্লেখ্য, দিনব্যাপী পরিচালিত উক্ত কর্মশালায় বাকৃবির বিভিন্ন বিভাগের ২০০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
সর্বশেষ খবর
- গফরগাঁওয়ে কন্যাশিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা
- গফরগাঁওয়ে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- গফরগাঁওয়ে বিভিন্ন দপ্তর ও প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
- ভালুকায় বিএনপি নেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিস্কার আদেশ প্রত্যাহার
- গফরগাঁওয়ে শিশু শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক

