প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৫, ২০২৫ সময়ঃ ২:২৫ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’।

বুধবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে এদিন সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা ও অনুদান বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

পরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দিবসটির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধীদের সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনাই সাদাছড়ি দিবস উদযাপনের মূল উদ্দেশ্য। যেন সমাজ তাদের কোন দৃষ্টিতে দেখছে, কিভাবে দেখা উচিত, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা যায়। ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকেও প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণ ব্যক্তির সমান গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়েছে। পরিবার, সমাজকে প্রতিবন্ধীদের ন্যায্য অধিকার প্রাপ্তিতে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।

সভায় বিভিন্ন বক্তার আলোচনায় দেশের তৃণমূল পর্যন্ত সাদাছড়ি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বারোপ করা হয়। সাদাছড়ি ব্যবহারকারীর প্রতি অবজ্ঞা প্রদর্শন না করে তাদের সহায়তায় কিভাবে এগিয়ে আসা যায়, সে ব্যাপারে আলোচনা করা হয়। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি উপযুক্ত পরিবেশ, সহযোগিতা, সহমর্মিতা পেলে তারাও দেশ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান। এছাড়া সভায় প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদান চেক এবং ডিজিটাল সাদাছড়ি প্রদান করা হয়।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com