প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৪, ২০২৫ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে- মান’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ ওয়াকিলুর রহমান।

প্রধান অতিথি বক্তব্য বলেন, পণ্য ও সেবা মানের নিশ্চয়তার গুরুত্ব তুলে ধরতে এবং মানসম্পন্ন উৎপাদন ও ভোক্তা অধিকার রক্ষার আহ্বান জানাতে এই দিবসটি পালন করা হয়ে থাকে। তাই শিল্প প্রতিষ্ঠান, উৎপাদনকারী ও আমদানিকারকদের দায়িত্ব হল বিএসটিআই এর মানদন্ড মেনে টেকসই ও পরিবেশ বান্ধব পণ্য তৈরি করা। তিনি আরো বলেন, পণ্য নির্বাচনে ভোক্তাদেরকেও আরো সতর্ক ও সচেতন হতে হবে।‌ যখন সরকার, উৎপাদনকারী এবং সাধারণ মানুষ সবাই মিলে মান বজায় রাখার জন্য কাজ করবে তখন ওই দেশ গুণগত মান সম্পন্ন শিল্প গড়ে উঠবে।

সভাপতি বক্তব্য বলেন, আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যের মান নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা যদি সঠিকভাবে খাদ্যের মান নিশ্চিত করতে পারি তাহলে আমরা নানারকম রোগ থেকে অবমুক্তি লাভ করব। আর এটি সম্ভব আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। তাই আমাদের সকল ভোক্তা ও উৎপাদনকারী সকলকে আরো সচেতন হতে হবে যাতে করে আমাদের খাদ্যের নিরাপদ মান বজায় থাকে।

এছাড়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও ব্যবসায়ীবৃন্দ  এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com