প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৪, ২০২৫ সময়ঃ ৬:৩৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে দুর্যোগ বিষয়ক র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ-আল- মামুন এর সভাপতিত্বে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ শেষ করে।
পরে গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজিত সচেতনতামূলক এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এবারে প্রতিপাদ্য বিষয় হলো “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ “।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূঁইয়া, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা প্রমুখ।
গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় কর্মীরা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আগুন নির্বাপনে নানা ধরনের কৌশল সহ বিশেষ মহড়া প্রদর্শন করেন।
####

