প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৪, ২০২৫ সময়ঃ ১:৩৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় উথুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে আনন্দমুখর পরিবেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীম জাহান তন্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূইয়া, উথুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগমসহ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষকমন্ডলী প্রমূখ।
###

