প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১৩, ২০২৫ সময়ঃ ৮:২৯ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ধামাইল গ্রামে উপজেলার সালটিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল ফাতাহ্ খান।
এসময় প্রধান অতিথি উঠান বৈঠকের উপস্থিত হাজারো নারী পুরুষের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।

উপজেলার পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদারের পরিচালনায় উঠান বৈঠকের বক্তব্য রাখেন-পাগলা থানা বিএনপির সাবেক সদস্য শাহ শাহনেওয়াজ বাচ্চু, আমির হোসেন, পাগলা থানা মৎস্যজীবিদলের আহবায়ক মোঃ সাদির বেপারী ও টাঙ্গাব ইউনিয়ন যুবদল সভাপতি মাহফুজ প্রমূখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. আল ফাতাহ্ খান বলেন, আজ আমরা এখানে এসেছি তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কথা বলতে, খালেদা জিয়ার কথা বলতে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে
জনরায়ে বিএনপি ক্ষমতায় গেলে গফরগাঁও এলাকাকে সন্ত্রাস, নৈরাজ্য, মাদক, চাঁদাবাজি, বেকারত্বমুক্ত একটি শান্তি, সমৃদ্ধি, নিরাপদ অঞ্চল হিসাবে গড়ে তোলা হবে।

সরকারের সমালোচনায় তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে। দিনের ভোট রাতে শেষ করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এখন জনগণের ভয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে জনগণের সঙ্গে কথা বলছি, জনগণকে জানাচ্ছি— কেমন বাংলাদেশ আমরা গড়তে চাই। আগামী দিনে এই আন্দোলন হবে জনগণের আন্দোলন, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার প্রতিষ্ঠা পাবে।”

তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি বাস্তবায়নই আজ আমাদের জাতীয় দায়িত্ব। জনগণ এখন পরিবর্তন চায়— সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে রাত ৭ টার দিকে এ্যাড. আল ফাতাহ্ খানের নেতৃত্বে গফরগাঁও পৌরসভার
সামনে থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নে আহ্বান জানিয়ে মিছিল বের করা হয়।
###

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com