প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১২, ২০২৫ সময়ঃ ৯:২৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহের গফরগাঁওয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক এবং ময়মনসিংহ-১০
(গফরগাঁও) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল ফাতাহ্ খানের নেতৃত্বে রোববার (১২ অক্টোবর) বিকেল ৪ টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮ টায় পর্যন্ত গফরগাঁও পৌরশহর এবং যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে এ্যাড. আল ফাতাহ্ খানের সমর্থনে ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল পৌরসভার সামনে এসে মিলিত হয়। পরে শত শত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর শহরের কলেজ রোড, জামতলা মোড়, মধ্য বাজার, রেলস্টেশন, নতুন বাজার, গরুহাটা, চাঁদনী মোড় এলাকার বিভিন্ন বিপনী বিতান, পথচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল ফাতাহ্ খানের সমর্থনে মুহূর্মুহু শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গফরগাঁও পৌরশহর। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে এ্যাড. আল ফাতাহ্ খানকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।
লিফলেট বিতরণের প্রচার অভিযান শেষে জামতলা এলাকায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল ফাতাহ্ খান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গফরগাঁও আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
লিফলেট বিতরণে সময় উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, শাহ শাহনেওয়াজ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ, পাগলা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা শ্রমিকদল নেতা শরীফ আহমেদ, পাগলা থানা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম কাজল, জেলা যুবদল সদস্য উজ্জল আহমেদ ও দত্তেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সারফুল ইসলাম শান্তসহ উপজেলা , পাগলা থানা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
####

