প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১২, ২০২৫ সময়ঃ ৩:৪৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ও দত্তেরবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল মালেকের রুহের আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দত্তেরবাজার ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গত শনিবার সন্ধ্যার পাগলা বাজার বিএনপির অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার দত্তেরবাজার ইউনিয়ন কৃষকদলের সভাপতি এখলাছ উদ্দিন হাফিজুলের সভাপতিত্বে এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আল ফাতাহ্ খান।
পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-
পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হামিদ চেয়ারম্যান, সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, মোঃ ফোরকান, খায়রুল ইসলাম, উজ্জ্বল আহমেদ পাপ্পু, শাহনেওয়াজ বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ, পাগলা থানা মৎস্যজীবিদলের আহবায়ক সাদির বেপারী, পাগলা থানা কৃষকদলের আহবায়ক দীন ইসলাম দিলি, পাগলা থানা তাতীদলের আহবায়ক মনির দপ্তরী, জেলা দক্ষিণ যুবদল সদস্য উজ্জ্বল আহমেদ, পাগলা থানা ছাত্রদল নেতা সুখেন আকন্দ, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, জাসাসের সভাপতি কামাল হোসেন, দত্তেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সারফুল ইসলাম শান্ত প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার ৭ অক্টোবর সকালে
গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের পাঁচুলী পূর্বপাড়া গ্রাম নিবাসী, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ও দত্তেরবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল মালেক বিএসসি হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
#####

