প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২, ২০২৫ সময়ঃ ৬:৩৯ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় অপহরণ ও ধর্ষণের শিকার অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে র্যাব-১৪। দীর্ঘ ৩ মাস ২১ দিন ধরে নিখোঁজ থাকার পর গত বুধবার রাতে (১ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে নরসিংদীর মনোহরদী উপজেলা সদর থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রধান আসামি বাবন চন্দ্র দাসকে (২০) গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যেই গত ১৬ জুলাই নোটারি পাবলিকের মাধ্যমে ভিকটিম হিন্দু ধর্ম গ্রহণ করে বাবন চন্দ্র দাসকে বিয়ে করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ জুন ভালুকা ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে থেকে প্রধান অভিযুক্ত বাবন চন্দ্র দাস এবং তার সহযোগীরা একটি কালো রঙের প্রাইভেটকারে করে অস্ত্রের মুখে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে গোপন আস্তানায় নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভিকটিমের মা। ভিকটিমকে নিয়ে অভিযুক্ত বাবন চন্দ্র দাস দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ২২ জুলাই আদালতে বাবন চন্দ্র দাসসহ ৭ জনকে আসামী করে একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলাটি ভালুকা মডেল থানাকে এফআইআর হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিলে গত ১৯ আগস্ট ভালুকা মডেল থানা পুলিশ মামলাটি রুজু করেন। ভালুকা মডেল থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান করে ভিকটিমকে উদ্ধার করতে ব্যার্থ হয়। পরে ভিকটিমের মা র্যাব-১৪ সহযোগিতা কামনা করলে বুধবার রাতে নরসিংদীর মনোহরদী সদর থেকে ভিকটিমসহ বাবন চন্দ্র দাসকে গ্রেফতার করে মনোহরদী থানায় হস্তান্তর করেন। রাতেই মনোহরদী থানা পুলিশ ভালুকা মডেল থানা পুলিশের কাছে ভিকটিম ও প্রধান আসামিকে হস্তান্তর করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত অপরাপর আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

ময়মনসিংহের ভালুকায় অপহরণ ও ধর্ষণের শিকার অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে র্যাব-১৪। দীর্ঘ ৩ মাস ২১ দিন ধরে নিখোঁজ থাকার পর গত বুধবার রাতে (১ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে নরসিংদীর মনোহরদী উপজেলা সদর থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রধান আসামি বাবন চন্দ্র দাসকে (২০) গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যেই গত ১৬ জুলাই নোটারি পাবলিকের মাধ্যমে ভিকটিম হিন্দু ধর্ম গ্রহণ করে বাবন চন্দ্র দাসকে বিয়ে করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ জুন ভালুকা ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে থেকে প্রধান অভিযুক্ত বাবন চন্দ্র দাস এবং তার সহযোগীরা একটি কালো রঙের প্রাইভেটকারে করে অস্ত্রের মুখে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে গোপন আস্তানায় নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভিকটিমের মা। ভিকটিমকে নিয়ে অভিযুক্ত বাবন চন্দ্র দাস দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ২২ জুলাই আদালতে বাবন চন্দ্র দাসসহ ৭ জনকে আসামী করে একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলাটি ভালুকা মডেল থানাকে এফআইআর হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিলে গত ১৯ আগস্ট ভালুকা মডেল থানা পুলিশ মামলাটি রুজু করেন। ভালুকা মডেল থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান করে ভিকটিমকে উদ্ধার করতে ব্যার্থ হয়। পরে ভিকটিমের মা র্যাব-১৪ সহযোগিতা কামনা করলে বুধবার রাতে নরসিংদীর মনোহরদী সদর থেকে ভিকটিমসহ বাবন চন্দ্র দাসকে গ্রেফতার করে মনোহরদী থানায় হস্তান্তর করেন। রাতেই মনোহরদী থানা পুলিশ ভালুকা মডেল থানা পুলিশের কাছে ভিকটিম ও প্রধান আসামিকে হস্তান্তর করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত অপরাপর আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
মোট পড়া হয়েছে: ২৬
সর্বশেষ খবর
- গফরগাঁওয়ে কন্যাশিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা
- গফরগাঁওয়ে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
- গফরগাঁওয়ে বিভিন্ন দপ্তর ও প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক
- ভালুকায় বিএনপি নেতা ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বহিস্কার আদেশ প্রত্যাহার
- গফরগাঁওয়ে শিশু শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে পাঠদান পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক

