প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২, ২০২৫ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

শারদীয় দুর্গোৎসবে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএসএমএমইউ’র সহকারী অধ্যাপক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা।

গত বুধবার (১ অক্টোবর) রাতে গফরগাঁও পৌর এলাকার তিনটি মন্ডপে দলের নেতাকর্মীদের নিয়ে পরিদর্শনকালে পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন ডাঃ মোফাখখারুল ইসলাম রানা।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শেখ মোঃ ইসহাক, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ, বিএনপি নেতা হাজী আব্দুস সাত্তার, আজহারুল হক, যুবদল নেতা আব্দুল আজিজ সাদেক, ছাত্রদল নেতা মুক্তার হোসেন, মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজ প্রমুখ।
ডাঃ মোফাখখারুল ইসলাম রানা বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এদেশের নাগরিক। আমরা সবাই বাংলাদেশী। বিগত স্বৈরাচার সরকারের আমলে হিন্দু ধর্মাবলম্বীরা স্বাধীন ও সুন্দরভাবে পূজা -অর্চনা করতে পারেননি। আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে সব সময়। এখন সব ধর্মের অনুসারীরা তারা তাদের নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করেছে। পূজায় কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা চালায় কাউকে ছাড় দেব না।
উপজেলার সকল মন্ডপগুলো মানবঢাল হিসেবে কাজ করছে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com