প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১, ২০২৫ সময়ঃ ৪:৫২ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও- পাগলা) আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য মুশফিকুর রহমান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল হতে তিনি পৌরসভার সনাতন যুব সংঘ সার্বজনীন দূর্গাপূজা মণ্ডপ, শ্রী শ্রী মঙ্গল চন্ডী যুব সংঘ শারদীয়া দূর্গাপূজা মণ্ডপ ও শিলাসী কালি বাড়ী মহামায়া যুব সংঘ শারদীয়া দূর্গাপূজা মণ্ডপ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শারদীয় দুর্গা পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন।
পূজা মন্ডপ পরিদর্শন কালে তার সাথে ছিলেন গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুশফিকুর রহমান সহ নেতৃবৃন্দ পূজামণ্ডপ গুলোতে গিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সমাজে সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির চিরন্তন ঐতিহ্যের বহিঃপ্রকাশ। বিএনপি সব সময় সকল ধর্মের মানুষের অধিকার ও উৎসবের পাশে ছিল, আছে এবং থাকবে।”
#####

