প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ৬:৪১ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহে  র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাকিবুল ইসলাম (৩৩) ও আইফুল (৫৭)। ময়মনসিংহ নগরীর দিগারকান্দা ঢাকা বাইপাস থেকে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম মাদকদ্রব্য হিরোইন ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ র‌্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তি জানান, সোমবার সকাল সোয়া ১০ টায় র‌্যাব-১৪ এর আভিযানিক দল ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস সংলগ্ন সওদাগর ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে।

সোনার বাংলা পরিবহন নামের একটি বাস উক্ত চেকপোস্ট অতিক্রমের পূর্বে সিগনাল দিয়ে থামিয়ে বাসে থাকা যাত্রীদের দেহ ও ব্যাগ তল্লাশী করা হয়। তল্লাশী করার সময় ধৃত অভিযুক্ত মোঃ রাকিবুল ইসলাম এবং  আইফুল  এর গতিবিধি সন্দেহ মনে হলে জিজ্ঞাসাবাদ করাকালীন তাদের হেফাজতে থাকা ব্যাগের মধ্যে অবৈধ মাদক দ্রব্য হেরোইন আছে বলে স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত ১৫০ গ্রাম অবৈধ মাদক দ্রব্য হেরোইন, ২ টি মোবাইল ফোন জব্দ কর হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য হেরোইন এর অবৈধ বাজার মূল্যে আনুমানিক ১৫ লক্ষ টাকা।

র‌্যাব আরো বলেন, আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আসামী ও উদ্ধারকৃত আলামত ময়মনসিংহ জেলার কোতায়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com