প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১০, ২০২৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ডাকাতি প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীররাতে উপজেলার কাঠালী সততা ফিডমিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ সাইফুল ইসলাম (৩৮), মোঃ মনির হোসেন (২৮), মোঃ শাজাহান মিয়া (২৭), শিপন মিয়া (২৩), মোঃ আব্দুল মমিন রুমন (২৪) ও শহিদুল ইসলাম (৩০)।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মামলার দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।