প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১১, ২০২৫ সময়ঃ ১১:৫৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘স্পিকার’ (সাউন্ড সিস্টেম) বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূইয়া’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব স্পিকার বিতরণ করেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
বিতরণের সময় উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে ইউএনও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। আর এই কঠিন কাজটি আপনারা করে থাকেন। এজন্য গফরগাঁও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই স্পিকারগুলো আপনারা শ্রেণিকক্ষে ব্যবহার করে শিশু শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করবেন, পাশাপাশি এটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় ভেটেরিনারী সার্জন দেলোয়ার হোসেন সামী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ কে এম হাবিবুর রহমান কাজল সহ বিভিন্ন প্রাইমারি স্কুলের প্রধানরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
####