প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ৬, ২০২৫ সময়ঃ ৫:৪৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, গফরগাঁও উপজেলার মশাখালী ও লংগাইর ইউনিয়নের কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার স্ব-স্ব ইউনিয়নে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
কর্মী বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার আমীর ও ময়মনসিংহ ১০ (গফরগাঁও-পাগলা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
তিনি বলেন, সৎ ও যোগ্য লোক সংসদে গেলে দেশ থেকে দূর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এজন্য পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হওয়া জরুরি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক এবং পাগলা থানার জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আতিকুর রহমান হীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন মশাখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামরুল হাসান, সেক্রেটারি হাফেজ আশরাফুল ইসলাম কিরণ, লংগাইর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমেদ মাসুদ সহ দুই ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলবৃন্দ ও কর্মীবৃন্দ।
#####