প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ৪, ২০২৫ সময়ঃ ৬:১৮ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

“আর নয় ভিক্ষা, কর্মই হোক দীক্ষা” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গত বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় কর্মহীন অসহায় তিনটি ভিক্ষুক পরিবারের মধ্যে একটি করে অটোরিক্সা তুলে দেওয়া হয়। এছাড়াও সমাজকল্যাণ পরিষদ থেকে অনুদান চেক দুটি সংস্থার হাতে তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক- সামাজিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এন. এম. আব্দুল্লাহ আল মামুন উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে আপনারা আর ভিক্ষাবৃত্তি করবেন না। আপনাদের নতুন পেশায় নিয়োজিত করা হলো। তাই সবাইকে ভিক্ষাবৃত্তি ছেড়ে সততার সাথে স্ব-স্ব কর্মের মধ্যদিয়ে নতুনভাবে জীবন যাপন করার আহবান জানান।
####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com