প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৪, ২০২৫ সময়ঃ ৯:০০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ে মেধা ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে অভিভাবক সমাবেশ এবং অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম।
শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আকবর হোসাইনের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিনা আক্তার, সিনিয়র শিক্ষক আশরাফুল আলম, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান সহ অভিভাবকগণ।
অনুষ্ঠানে সভাপতি প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আজকের এই অভিভাবক দিবসে আমি সকল অভিভাবকদের বলতে চাই, স্কুলের শিক্ষকদের পাশাপাশি থেকে আসুন আমরা সকলে মিলে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষা দেই এবং তাদেরকে একজন মানবিক মানুষ গড়ে তোলার দায়িত্ব নেই।
তিনি অভিভাবকদের লক্ষ্য করে আরো বলেন যে, সকলে নিজ নিজ সন্তানদের পরিবারেও যত্ন নেন ও পাশে বসে যথেস্ট সময় দিয়ে তাদের পড়াশোনার ব্যবস্থা করান। তাহলেই সকলের ত্রিমুখী সমন্বয়ে আগামীদিনে একটা ভালো ফলাফল হবে।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
####