প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৪, ২০২৫ সময়ঃ ৭:১৯ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় তালগাছের ডাল কাটতে গিয়ে ফিরোজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি গাছের উপরেই মারা যান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কাচিনা গ্রামে। নিহত ফিরোজ  মিয়া উপজেলার পাড়াগাঁও গ্রামের মৃত গুঞ্জন আলী সরকারের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাল গাছের উপর থেকে মৃতদেহটি উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কাচিনা গ্রামের বাসিন্দা মৃত আফতাব উদ্দিনের ছেলে জায়নাল আবেদীন ওরফে বুলবুল তার পুকুর পাড়ের তাল গাছ পরিষ্কার করার জন্য দৈনিক চুক্তিতে ফিরোজ মিয়াকে কাজে লাগান। বেলা সাড়ে ১২ টার সময় ফিরোজ মিয়া তালগাছে উঠে গাছের সাথে রশি দিয়ে নিজেকে বেঁধে পরীষ্কার শুরু করেন। হঠাৎ করে তাল গাছের কাটা ডাল ফিরোজ মিয়ার মাথায় পড়ে তিনি গুরুতর আহত হয়ে গাছের উপরেই ঝুলতে থাকেন। দুপুর ২ টার দিকে ভালুকা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল খবর পেয়ে তাল গাছ থেকে মৃত অবস্থায় ফিরোজ মিয়ার লাশটি উদ্ধার করেন। পরে ভালুকা মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা নিহতের লাশটি উদ্ধার করে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
ভালুকা মডেল থানা এসআই ওয়াসিম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মাজার হাড় ভেঙ্গে গেছে। ধারণা করা হচ্ছে তাল গাছের ডাল পড়ে তিনি মারা যেতে পারেন। নিহতের পরিবারের লোকজন বিনা ময়না তদন্তে লাশ নিয়ে যেতে চাচ্ছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com