প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৩, ২০২৫ সময়ঃ ৫:৪৯ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ভালুকায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কচিনা ইউনিয়নের কাচিনা গ্রামের মো. আব্দুল মালকের ছেলে মো. মেহেদী হাসান (২৪) এবং ফুলপুরের সনচুর গ্রামের মো. আবুল কাশমের ছেলে মো. মেহদেী হাসান রাব্বী (২৮)।
ভালুকা মডেল থানা পুলিশ গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামের ইয়াকুব আলীর বাড়ি এবং পাড়াগাঁও ডেবুনিয়া কারখানার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানা পুলিশ গত মঙ্গলবার (১২ আগস্ট) ঘটনার রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামের ইয়াকুব আলীর বাড়িতে এবং উপজেলার হবিাড়ির ইউনিয়নের পাড়াগাঁও ডেবুনিয়া কারখানার সামনে পৃথক অভিযান চালায়। ওই সময় বাটাজোর গ্রামের ইয়াকুব আলীর বাড়ি থেকে মো. মেহেদী হাসান ও পাড়াগাঁও ডেবুনিয়া কারখানার সামনে থেকে মো. মেহদেী হাসান রাব্বীকে গ্রেপ্তার ও তাদের নিকট ৫ বোতল বিদেশী মদ ও ১৫ পিস ইয়াবা ট্যাবলটে জব্দ করে। পরে, গ্রেপ্তারকৃতদের মাদক আইনে মামলা নিয়ে আজ বুধবার (১৩ আগস্ট) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। মাদক আইনে মামলা নিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।