প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৩, ২০২৫ সময়ঃ ৫:৩২ অপরাহ্ণ

Spread the love
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ।।

ময়মনসিংহে মঙ্গলবার (১২ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল- “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।

দিবসটি উপলক্ষ্যে সকালে ময়মনসিংহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের জুলাই চত্ত্বর, টাউন হল প্রাঙ্গণ হতে জেলা পরিষদ ভবন পর্যন্ত এক বর্ণাঢ্য যুব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক ও পুলিশ সুপারের প্রতিনিধি বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ বিশ্বের সেই সৌভাগ্যবান দেশগুলোর একটি, যেখানে জনসংখ্যার একটি বড় অংশ হলো যুব সমাজ। আমাদের যুবকদের প্রাণশক্তি ও সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তাদেরকে কিছু মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন- যেমন কম্পিউটার স্কিল, ভাষা দক্ষতা, ইংরেজি ভাষাজ্ঞান এবং সাধারণ জ্ঞান। এসব দক্ষতা অর্জনের মাধ্যমে তারা বিশ্বব্যাপী নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরে সোশাল বিজনেসের গুরুত্ব তুলে ধরছেন, যার মূল চালিকা শক্তি হলো যুব সমাজ। আন্তর্জাতিক যুব দিবসের এই দিনে আমরা প্রত্যাশা করি- এই তরুণ শক্তিকে সঙ্গে নিয়ে আমাদের দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবো।

সভাপতি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি হচ্ছে পরিবর্তনের মূল চালিকাশক্তি। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের যুবকদের স্বাবলম্বী হতে হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করতে হবে। প্রিয় যুবসমাজ, তোমরাই বাংলাদেশের স্বপ্ন পূরণের কারিগর। তোমাদের প্রতিটি সৎ উদ্যোগ, প্রতিটি উদ্ভাবনী চিন্তা, প্রতিটি অবদানই আগামী দিনের বাংলাদেশকে আরও শক্তিশালী, উন্নত ও মর্যাদাপূর্ণ করে তুলবে।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ। অনুষ্ঠান শেষে জেলার সফল ও উদ্যমী যুব উদ্যোক্তাদের মধ্যে চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com