প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১৩, ২০২৫ সময়ঃ ১২:২০ পূর্বাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে গফরগাঁও উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য যুব র‌্যালী উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কমপ্লেক্সে ভেতরে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শপথ পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সফল আত্মকর্মী ফারজানা ইসলাম ও আল ইমরান।
আলোচনা সভায় বক্তারা প্রযুক্তি নির্ভর যুব সমাজ গঠনে এবং দেশের অগ্রগতিতে যুবকদের অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন যুবক ও যুবতীদের মাঝে যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ ও
ব্যাগ বিতরণ করা হয়।
####

 

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com