প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১২, ২০২৫ সময়ঃ ৯:৩৫ অপরাহ্ণ

Spread the love

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহের গফরগাঁওয়ে পাট চাষিদের নিয়ে মাঠ দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে পাট অধিদপ্তর গফরগাঁও এর আয়োজনে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে এ পাট চাষি মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা
আতাউর রহমান নোমানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক।
সমাজকর্মী মিজানুর রহমান পল্টনের সভাপতিত্বে মাঠ দিবসে পাট চাষিদের মধ্যে বক্তব্য রাখেন খলিলুর রহমান ও কিতাব আলী প্রমূখ । মাঠ দিবসে ৭০ জন পাট চাষি অংশ নেয়।
অনুষ্ঠানে পাটচাষিদের নিয়ে অনুষ্ঠিত ‘মাঠ দিবসে কৃষকদের উন্নত প্রযুক্তি পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেওয়া, উৎপাদন বৃদ্ধি এবং পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করার উপর আলোকপাত করে বক্তারা। এছাড়া কৃষকদের মধ্যে নতুন জাতের পাট চাষ ও পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, পাট চাষের বিভিন্ন কৌশল, যেমন-উন্নত পদ্ধতিতে পাট জাগ দেওয়া, রোগবালাই দমন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের পরামর্শ দেওয়া হয়।
#####

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com